ফিলিস্তিনের গাজা উপত্যকা, লেবানন, ইরান ও ইয়েমেনের পর সম্প্রতি কাতারে ইসরায়েলের বিমান হামলা তুরস্কে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এই হামলার পরই তেলআবিবের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আঙ্কারা সতর্ক অবস্থান নিয়েছে। ঘটনার পরপরই মার্কিন থিঙ্কট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন সতর্ক করে বলেন, তুরস্ক হতে পারে ইসরায়েলের পরবর্তী লক্ষ্য। ন্যাটোর সদস্য হলেও তা হয়তো তুরস্ককে সুরক্ষা দিতে পারবে না। একইভাবে ইসরায়েলি বিশ্লেষক মেইর মাসরিও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘আজ কাতার, কাল তুরস্ক।’ এ বিষয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের একজন উপদেষ্টা কড়া ভাষায় সতর্ক করে দিয়ে বলেন, তুরস্কের ওপর হামলার চিন্তা করলে ইসরায়েলকে ভয়াবহ মূল্য দিতে হবে। গত কয়েক মাসে ইসরায়েলি গণমাধ্যমে তুরস্ককে ‘সবচেয়ে বড় হুমকি’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বিশেষ করে পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের বাড়তি উপস্থিতি এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার...