ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা তৃতীয়বার আন্তর্জাতিক সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করেছে ওয়ালটন। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান সুপার ব্র্যান্ডস ওয়ার্ল্ডওয়াইডের বাংলাদেশ প্রতিনিধি সংস্থা সুপার ব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ সালের জন্য ওয়ালটনকে এ সম্মাননা দিয়েছে। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত গালা ইভেন্টে ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমের হাতে সুপার ব্র্যান্ডসের ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়। এনিয়ে টানা তিনবার ছয় বছরের জন্য মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি পেল বাংলাদেশি একমাত্র গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডটি। এর আগে ২০২০-২১ এবং ২০২৩-২৪ সালেও এ পুরস্কার পেয়েছিল ওয়ালটন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মফিজুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও...