জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার (২০ সেপ্টেম্বর) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘ যদি নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করে, তাহলে আইএইএ-র সঙ্গে ইরানের সম্পর্ক ‘কার্যত বন্ধ’ হয়ে যাবে। এ হুঁশিয়ারি এসেছে এমন সময়, যখন ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি—এই তিন ইউরোপীয় দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘স্ন্যাপব্যাক’ নামে পরিচিত নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে। গত মাসে তারা এ বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়। তাদের অভিযোগ, ইরান ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির শর্ত লঙ্ঘন করছে। চুক্তির মূল উদ্দেশ্য ছিল, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় রাখা। তবে ইরান বলছে, তারা নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো চাপ মেনে নেবে না। ইরানের...