পুঁজিবাজার ডেস্ক:দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির কর্পোরেট উদ্যোক্তা শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির কর্পোরেট উদ্যোক্তা শ ওয়ালেস বাংলাদেশ লিমিটেড প্রচলিত বাজার মূল্যে ৮ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর কোম্পানিটির এই উদ্যোক্তা উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয়ের ঘোষণা দেন। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .০৩ পয়সা, ২০২৩ সালের সমাপ্ত বছরে যা হয়েছিল ১.০৩ টাকা, ২০২২ সালে ছিল ২.২৫ টাকা, ২০২১ সালে ছিল ছিল ২.২৩ টাকা ও ২০২০ সালে আয় হয়েছিল ২.৭৫ টাকা। কোম্পানিটির ২০২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক শেষে শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ১৭.৯৫ টাকা যা ২০২৩ সালে সমাপ্ত বছরে...