পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের জবাবে সেখানে আকাশ প্রতিরক্ষা মিশন চালিয়েছে ন্যাটো, যেটায় ব্রিটিশ যুদ্ধবিমানও অংশ নিয়েছে। যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের (আরএএফ) টাইফুন যুদ্ধবিমানগুলো শুক্রবার রাতে পোল্যান্ডে মোতায়েন করা হয়েছিল। নিজেদের পূর্ব প্রান্তে শক্তি বাড়ানোর অংশ হিসেবে সামরিক জোট ন্যাটো এই মিশন পরিচালনা করে। এই মাসে রাশিয়া বারবার ন্যাটোর সদস্যদেশগুলোর আকাশসীমা লঙ্ঘনের পর এটা নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পোল্যান্ডের আকাশে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের পর রোমানিয়ার আকাশে একটি রুশ ড্রোন শনাক্ত করা হয়। এরপর এস্তোনিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধবিমান দেখা যায়। রাশিয়া আকাশসীমা লঙ্ঘনের এই অভিযোগগুলো হয় অস্বীকার করেছে বা খাটো করে দেখিয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, আরএএফ যুদ্ধবিমানগুলো ‘একটি পরিষ্কার বার্তা’ দিয়েছে। সেটা হলো, ন্যাটোর আকাশসীমা রক্ষা করা হবে। তিনি আরও বলেন, ‘আমি সেসব অসাধারণ ব্রিটিশ পাইলট ও বিমানকর্মীদের নিয়ে গর্বিত,...