দীর্ঘদিনের বৈরী সম্পর্ক ও সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের উদ্দেশে এক স্পষ্ট বার্তা দিয়েছেন। তার ভাষায়, ভারত ও পাকিস্তান— দুজনই প্রতিবেশী, তাই সহাবস্থান করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এখন ভারতেরই সিদ্ধান্ত নিতে হবে, তারা কি শত্রুতা বজায় রাখবে নাকি সুসম্পর্কের পথে হাঁটবে। শেহবাজ মনে করিয়ে দেন, কাশ্মীর সমস্যার সমাধান না হলে দুই দেশের সম্পর্ক কখনোই বাস্তব অর্থে এগোতে পারবে না। তিনি কঠোরভাবে বলেন, ‘কোটি কোটি কাশ্মীরির রক্ত বৃথা যেতে দেব না।’ শনিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে বক্তব্য দেন শেহবাজ শরিফ। সেখানে তিনি পাকিস্তানের অর্থনীতি, আন্তর্জাতিক কূটনৈতিক সাফল্য, বৈশ্বিক সংকট এবং দেশের সাম্প্রতিক অর্জনের কথা তুলে ধরেন। একইসঙ্গে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েও দেন গুরুত্বপূর্ণ বার্তা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ খবর প্রকাশ করেছে। শেহবাজ...