রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে নেপালের পর্যটন খাত। সম্প্রতি দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে ৩০টির বেশি পর্যটন কেন্দ্র, হোটেল ক্ষতিগ্রস্ত হয়। তবে দেশটির সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়সহ নানা সংগঠনের উদ্যোগে নতুন করে ঘুরে দাঁড়াবে বলে আশা করছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। সাম্প্রতিক বিক্ষোভে ভাঙচুর ও আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পর্যটন কেন্দ্র, হোটেল এবং দোকানপাট। তবে এ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে দেশটির পর্যটন সংশ্লিষ্টরা। নেপাল ট্যুরিজম বোর্ড শিগগিরই বৈশ্বিক ভ্রমণ পরামর্শ জারি করবে, যেখানে দেশটির নিরাপত্তা ও প্রস্তুতির বার্তা তুলে ধরা হবে। হোটেল অ্যাসোসিয়েশন অব নেপালের সভাপতি জানান, পর্যটন মৌসুম শুরু হয়ে গেছে। যেসব পদক্ষেপ...