চলতি বছরের মে মাসেই ভারত-পাকিস্তান আবারও বড় ধরনের সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। পাকিস্তানের ভেতরে ভারতীয় বিমান হামলার পর পাল্টা অভিযান চালায় ইসলামাবাদ। ‘বুনইয়ানুম মারসুস’ (লোহার দেয়াল) নামের ওই অভিযানে পাকিস্তানের দাবি, তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে একটি ছিল ব্যয়বহুল ফরাসি রাফালে জেটও।প্রায় ৮৭ ঘণ্টা স্থায়ী সেই সংঘাতে উভয় দেশই প্রাণহানি ও বিপুল সম্পদের ক্ষতির শিকার হয়। পরিস্থিতি এতটাই তীব্র হয়েছিল যে পারমাণবিক সংঘাতের আশঙ্কাও দেখা দিয়েছিল। অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই দেশ।কাশ্মীরের পাশাপাশি শেহবাজ গাজার পরিস্থিতিও টেনে আনেন। তিনি বলেন, ‘গাজায় এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই রক্তক্ষয় শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না; এটি আমাদের এই অঞ্চলকেও দীর্ঘদিন প্রভাবিত করবে, চাই বা না চাই।’শেহবাজ শরিফ আবারও জোর দিয়ে বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনায়...