স্বাভাবিক কথোপকথনের মাধ্যমে কাজ করতে সক্ষম গ্যালাক্সি এআই, এর পাশাপাশি মিড রেঞ্জের এ-সিরিজ ডিভাইসে যুক্ত হয়েছে ‘অসাম ইন্টেলিজেন্স’। এই প্রযুক্তিগুলো একত্রে একটি উন্নত ইকোসিস্টেম গড়ে তোলে, যা ব্যবহারকারীর জীবনধারার সঙ্গে মানানসই সেবা দিতে সক্ষম। পুরস্কার প্রাপ্তি নিয়ে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ শাখার এমএক্স ডিভিশনের প্রোডাক্ট ও মার্কেটিং-কমিউনিকেশন প্রধান সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, “সুপারব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়। মানুষের প্রতিদিনের অভিজ্ঞতাকে আরও উন্নত করার লক্ষ্যে আমরা সবসময় চেষ্টা করেছি বাংলাদেশে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসতে। ভবিষ্যতেও আমরা একসঙ্গে কাজ করে আরও উন্নত ও সন্তোষজনক অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” বিশ্বের ৯০টি দেশে কার্যক্রম পরিচালনাকারী সুপারব্র্যান্ডস এমনসব ব্র্যান্ডকে স্বীকৃতি দেয় যারা গুণগতমান, নির্ভরযোগ্যতা ও বাজারে নেতৃত্বদানের দিক থেকে অন্যদের চেয়ে এগিয়ে থাকে। তারা নিয়মিত ব্র্যান্ড-ভিত্তিক বই ও বিভিন্ন প্রকাশনা প্রকাশ করে থাকে।...