২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি অনুষদের উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আবদুল মুকিতের আকস্মিক মৃত্যুতে (৬০ বছর) ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম । এক শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, সদা হাস্যোজ্জ্বল, নম্র, ভদ্র, সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী ও গবেষণামুখী শিক্ষক ছিলেন ড. আবদুল মুকিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকান্ডে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আকস্মিক প্রয়াণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার এক গুণী ও মেধাবী শিক্ষাবিদ ও গবেষককে হারিয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়। তিনি আরও বলেন, চমৎকার শিক্ষা জীবনের অধিকারী ড. মুকিত জীবনের শেষ...