পৃথিবীতে প্রাণের বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে আমাদের মিল্কি ওয়ে ছায়াপথের সর্পিল বিভিন্ন বাহু। নতুন গবেষণা বলছে, পৃথিবীর ইতিহাস কেবল পাথরেই নয়, লেখা রয়েছে বিভিন্ন তারার মধ্যেও। ‘কার্টিন ইউনিভার্সিটি’র নতুন গবেষণায় উঠে এসেছে, পৃথিবীর ভূত্বক যেভাবে গঠিত হয়েছে, তা কেবল পৃথিবীর অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক শক্তির কারণে নয়, বরং আমাদের সৌরজগত যখন মিল্কি ওয়ে ছায়াপথের ভেতর দিয়ে চলেছে সেই মহাজাগতিক ভ্রমণও এর পেছনে প্রভাব ফেলতে পারে। এ গবেষণায় ‘জিরকন’ নামের খুব ছোট তবে শক্তিশালী স্ফটিক নিয়ে পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। গবেষণাটি শিগগিরই প্রকাশ পাবে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘ফিজিক্যাল রিভিউ রিচার্স’-এ। এসব স্ফটিকের মধ্যে কিছু পৃথিবীর চেয়েও পুরানো। এগুলো যেন সময়ের ছোট বাক্স, যা কোটি কোটি বছর ধরে পৃথিবীর ভূত্বকে ঘটে যাওয়া বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের চিহ্ন ধরে রেখেছে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ। জিরকন...