দিল্লির সাবেক অধিনায়ক মিঠুন মানহাস হতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি। শনিবার পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের একদিন আগে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে উঠে এসেছে তার নাম। আগস্টে রজার বিনির পদত্যাগের পর থেকে এ পদটি শূন্য ছিল। অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছিলেন বিসিসিআই ভাইস-প্রেসিডেন্ট রাজীব শুক্লা। বিসিসিআইয়ের অন্যান্য পদেও আসতে পারে পরিবর্তন। ভারতের সাবেক স্পিনার ও কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রঘুরাম ভাট হতে যাচ্ছেন নতুন কোষাধ্যক্ষ। জম্মুতে জন্ম নেওয়া মানহাস আগামী অক্টোবরে ৪৬ বছর পূর্ণ করবেন। দিল্লি ছেড়ে ২০১৫ সালে যোগ দেন জম্মু ও কাশ্মীর দলে এবং পরের বছর অবসর নেন। ভারতের ঘরোয়া ক্রিকেটে এক বিশাল নাম তিনি। প্রায় দুই দশকের ক্যারিয়ারে খেলেছেন ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ, করেছেন ৯ হাজার ৭১৪ রান। লিস্ট-এ ক্রিকেটে ১৩০ ম্যাচে...