২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম লাতিন আমেরিকার দেশ পেরুতে আবারও বিক্ষোভে ফুঁসে উঠেছে তরুণ প্রজন্মের ক্ষোভ। বিশেষ করে জেন-জি প্রজন্মের নেতৃত্বে রাজধানী লিমায় সরকারবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নেয়। দুর্নীতি, অপরাধ ও পেনশন সংস্কারের বিরুদ্ধে আয়োজিত এ আন্দোলন দেশটির রাজনৈতিক অস্থিরতাকে নতুন মাত্রা দিয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাজধানী লিমায় এই বিক্ষোভের সূত্রপাত হয়। শত শত মানুষ প্রেসিডেন্ট ভবন ও কংগ্রেস ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছুড়লে তারা টিয়ার গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। রবিবার (২২ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়। খবরে বলা হয়, প্রায় ৫০০ মানুষ কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে লিমার কেন্দ্রে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দেন। তাদের...