ইসরায়েলি গণহত্যা ও গাজায় নির্মম অভিযানের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্থানীয় সময় রোববার বিকালে এক বিবৃতিতে এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন বলে বিবিসি জানিয়েছে। গাজায় যুদ্ধবিরতিতে রাজি ও ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতি দেওয়াসহ বেশ কয়েকটি শর্ত তেল আবিব পূরণ না করলে যুক্তরাজ্য তার অবস্থান বদলাবে বলে এ বছরের জুলাইয়েই স্টারমার আভাস দিয়েছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণে এক হাজার ২০০ লোক নিহত ও আড়ইশ জনের মতো জিম্মি হওয়ার পর ইসরায়েলের নেতারা গাজায় তাদের অভিযানের শুরু থেকেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা উড়িয়ে দিয়ে এসেছেন। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নতুন অবস্থান এরই মধ্যে ইসরায়েলি সরকার, গাজায় জিম্মি থাকা লোকদের পরিবার ও অনেক...