গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির জন্য আলোচনার টেবিলে ফেরার জন্য ইসরায়েলকে শর্ত বেঁধে দিয়েছে কাতার। সম্প্রতি দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েল যে বিমান হামলা চালিয়েছে, সেজন্য আনুষ্ঠানিকভাবে তাদেরকে ক্ষমা চাইতে বলেছে দেশটি। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দোহায় একটি বৈঠক হয় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র মধ্যে। সেখানেই কাতারের আমির দাবি তোলেন, দোহায় বিমান হামলার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে ইসরায়েলকে। তেমনটা না হলে গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির জন্য আলোচনায় ফিরবে না কাতার। আল থানির সঙ্গে বৈঠকের পরে বিষয়টি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন দূত...