এশিয়া কাপ ২০২৫–এর সুপার ফোরে আবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে সাত উইকেটে হেরে গিয়েছিল পাকিস্তান, আর সেই ম্যাচ শেষ হয়েছিল হ্যান্ডশেক বিতর্কের রেশ টেনে। তবে আসন্ন মহারণের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করতে নতুন উদ্যোগ নিয়েছে। দলে যোগ করা হয়েছে মোটিভেশনাল স্পিকার ও সাইকিয়াট্রিস্ট ডা. রাহিল করিমকে। তবে সাবেক পিসিবি প্রধান নাজম শেঠি এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন। সামা টিভিকে তিনি বলেন, ‘আমার আমলেও এমন উদ্যোগ নিতে চেয়েছিলাম, কিন্তু খেলোয়াড়রা এসব সহজে মেনে নেয় না। আমাদের সংস্কৃতিতে সাইকিয়াট্রিস্ট বা থেরাপি মানে দুর্বলতা বা পাগলামি হিসেবে দেখা হয়। ফলে এটা একটা বড় কলঙ্ক হয়ে দাঁড়ায়। ’ শেঠির মতে, মানসিক স্বাস্থ্যের বিষয়টি পাকিস্তানি খেলোয়াড়রা সঠিকভাবে গ্রহণ করতে পারেন না। তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের অনেকে শিক্ষায় পিছিয়ে। সাইকোলজিস্টরা...