মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে হুমকি দিয়ে বলেছেন, দেশটি যদি অবিলম্বে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ‘বন্দি’ ও ‘মানসিক প্রতিষ্ঠান থেকে আসা লোকদের’ ফিরিয়ে না নেয়, তাহলে ভেনিজুয়েলাকে ভয়াবহ ‘পরিণতি ভোগ’ করতে হবে। খবর আনাদোলু এজেন্সির। শনিবার (২০ সেপ্টেম্বর) ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, “আমি চাই ভেনেজুয়েলা অবিলম্বে সব বন্দী ও মানসিক প্রতিষ্ঠান থেকে আসা লোকদের গ্রহণ করুক।”আরো পড়ুন:রাতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টাআফগানিস্তান বাগরাম বিমান ঘাঁটি ফিরিয়ে না দিলে ‘খারাপ কিছু’ ঘটবে: ট্রাম্প আফগানিস্তান বাগরাম বিমান ঘাঁটি ফিরিয়ে না দিলে ‘খারাপ কিছু’ ঘটবে: ট্রাম্প ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলা ইচ্ছাকৃতভাবে এসব মানুষকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে এবং তাদের কারণে যুক্তরাষ্ট্রে ‘হাজার হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছে, এমনকি নিহতও হয়েছে।’ যদিও মার্কিন প্রেসিডেন্ট তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। পোস্টে ট্রাম্প হুমকি দিয়ে বলেন, “এখনই তাদেরকে...