আসামের গুয়াহাটি রাস্তাজুড়ে শুধুই তিনি! কাতারে কাতারে লোক নেমে পড়েছেন পথে। তাদের প্রিয় গায়ক যে শেষবারের মতো তাদের থেকে বিদায় নিতে আসছেন! বলছি সদ্য প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গার্গের কথা! রবিবার (২১ সেপ্টম্বর) সকালে নির্দিষ্ট সময়ে সিঙ্গাপুর থেকে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বোরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছোয় গায়কের মরদেহ। প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে বিমানবন্দরে হাজার হাজার ভক্তের ঢল নামে। জুবিনের স্ত্রী গরিমা গার্গ এবং রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে যান। ফুল দিয়ে সাজানো একটি অ্যাম্বুলেন্সে তার দেহ ভিআইপি এক্সিট দিয়ে বের করে আনা হয়। বিমানবন্দরের বাইরে জুবিনকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার ভক্ত জড়ো হন। তারা জুবিনের গান গেয়ে ও ‘জয় জুবিন দা’ স্লোগান দিতে দিতে অ্যাম্বুলেন্সের সঙ্গে হাঁটতে থাকেন। অনেককে কাঁদতে কাঁদতে বলতে শোনা যায়, ‘কেন এত তাড়াতাড়ি চলে...