বয়সের বাঁধা যেন হার মানছে রোনলদোর কাছে। যত সময় গড়াচ্ছে হাজার গোলের মাইলফলক স্পর্শ করার তত কাছাকাছি চলে যাচ্ছেন এই পর্তুগিজ কিংবদন্তি। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে আল রিয়াদকে ৫-১ গোলে হারিয়েছে আল-নাসের। ম্যাচে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও তার পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স। আর একটি গোল এসেছে কিংসলে কোমানের পা থেকে। মৌসুমে টানা তিন ম্যাচে জয়ের দেখা পেল আল নাসের। সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে জোড়া গোল করে নিজেকে আরও কিছুটা উঁচতে নিয়ে গেলেন রোনালদো। এই দুই গোলে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়াল ৯৪৫-এ। আর রোনালদোও এক বছরে ২৯ গোল করে নিজেকে আরও উঁচুতে নিয়ে গেলেন। ঘরের মাঠ আল-আওয়াল পার্কে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় আল নাসের। ম্যাচের ৬ মিনিটেই কিংসলে কোমানের পাস থেকে আল নাসেরকে এগিয়ে নেন...