এক বছরের বকেয়া বেতন ও গত দুই ঈদের বোনাসের দাবি জানিয়েছেন শিশু কল্যাণ কেন্দ্রে কর্মরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত ৯২২ জন ভিডিপি সদস্য। রবিবার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান তারা। ভুক্তভোগী সদস্যরা বলেন, দীর্ঘ এক বছর আমরা নিয়মিত কাজ করে গিয়েছি। কিন্তু পরিবার পরিকল্পনা অধিদফতর থেকে বিগত এক বছর সারা দেশের ৯২২ জন আনসার ভিডিপি সদস্যের বেতনভাতা পরিশোধ করা হচ্ছে না। গত দুই ঈদে কোনও বোনাস দেওয়া হয়নি। বর্তমানে আমাদের পরিবার-পরিজন নিয়ে চরম অর্থকষ্টে...