হোয়াইট হাউজের হাল ডোনাল্ড ট্রাম্প ধরার পর থেকেই মার্কিন পররাষ্ট্রনীতি অনেকটা আপাতদৃষ্টিতে অগোছালো মনে হচ্ছে। প্রথম দিকে ক্ষমতায় এসেই গাজা ও ইউক্রেন ইস্যু নিয়ে আদাজল খেয়ে মাঠে নামলেন ট্রাম্প, পরে ইসরায়েলের সমর্থনে ইরানে বোমা হামলার নির্দেশ দিলেন, পাকিস্তান-ভারতের মতো একাধিক দ্বিপাক্ষিক বিরোধে মধ্যস্থতা করালেন। সেই একই ব্যক্তিই আবার ইউরোপকে বলে আসছেন, তারা যেন নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের বদান্যতার ওপর আর নির্ভর করে না থাকে। কখনও চালকের আসন আবার কখনও আরোহী, ট্রাম্পের আমলে মার্কিন পররাষ্ট্রনীতি আপাতত এভাবেই চলছে। গত আগস্টের শেষের দিকে ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠকে পেন্টাগনের কর্মকর্তারা স্পষ্ট বলে দেন যে, লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়ার মতো রাশিয়ার সীমান্তবর্তী ন্যাটো সদস্যদের জন্য কিছু নিরাপত্তা সহায়তা বন্ধ করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের কর্মকর্তা ডেভিড বেকার বৈঠকে জানান, ইউরোপকে যুক্তরাষ্ট্রের ওপর কম নির্ভরশীল...