জাতিসংঘ কর্তৃক পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেবে ইরান। শনিবার দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা ফিরে এলে তেহরান আইএইএ-এর সঙ্গে তাদের চলমান কার্যক্রম আর চালিয়ে যাবে না। এর আগে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের বিরুদ্ধে ২০১৫ সালের বহুপাক্ষিক পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তোলে। ইরানকে পরমাণু অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখাই ছিল এ চুক্তির মূল লক্ষ্য। এ অভিযোগের প্রেক্ষিতে তারা জাতিসংঘে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ায় পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনলেও তার দেশ তা মোকাবিলা করার সামর্থ্য রাখে। নিরাপত্তা পরিষদ ইরানের ওপর থেকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা...