এই সেই জনসমুদ্র যা জুবিন গার্গ ভালোবাসতেন। আজীবন তিনি মানুষ জমিয়েছেন, সুরে তালে। ভালোবেসে। তার শেষ যাত্রায়ও নেমে এলো জনসমুদ্র। আসামের ইতিহাসে অন্য কোনো তারকার জন্য এমন আবেগপূর্ণ দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি। ভক্তরা আজ মেনে নিতে পারছেন না মাত্র ৫২ বছরেই জুবিনের মহাপ্রস্থান। এক অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। কিন্তু সেখানেই স্কুবা ডাইভিং করতে গিয়ে তিনি গুরুতর আঘাত পান। তড়িঘড়ি তাকে সিঙ্গাপুরের হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। সিঙ্গাপুরের হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন গায়ক। তার অকাল মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে আসাম। তার মৃত্যু সংবাদে আসামসহ ভারতবর্ষে শ্রোতারা শোকস্তব্ধ। কারণ তিনি কেবল নিজেকে অসমী ভাষার গানে আবদ্ধ রাখেননি। তিনি অসংখ্য হিন্দি জনপ্রিয় গান দিয়ে বিশ্বজুড়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন গায়ক হিসেবে। অজস্র বাংলা গানও তিনি গেয়েছেন...