আলঝাইমার্স হলো একটি দীর্ঘমেয়াদি স্নায়ুবিক অবক্ষয়জনিত রোগ, যা ধীরে ধীরে স্মৃতিশক্তি, চিন্তাশক্তি ও দৈনন্দিন কাজকর্মকে প্রভাবিত করে। এটি বিশ্বব্যাপী দ্রুত বর্ধনশীল স্নায়বিক রোগগুলোর মধ্যে একটি। পরিসংখ্যান বলছে, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর এই রোগে ৫০ লাখ (৫ মিলিয়ন) মানুষ আক্রান্ত হন। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের মতে, ২০৬০ সালের মধ্যে আক্রান্তের সংখ্যা প্রায় তিনগুণ বেড়ে যেতে পারে। এছাড়া সারাবিশ্বে প্রতি ৬৮ সেকেন্ডে একজন মানুষ এই রোগে আক্রান্ত হয়। এই বিষয়গুলোকে মাথায় রেখে, অ্যালঝাইমার্স রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রতি বছর ২১ সেপ্টেম্বর ‘বিশ্ব অ্যালঝাইমার্স দিবস’ পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘ডিমেনশিয়া সম্পর্কে প্রশ্ন করুন, আলঝাইমার্স সম্পর্কে প্রশ্ন করুন।’ স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন যে, এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়লে মানুষ নিরাপদে থাকতে পারে। আসুন এই রোগ সম্পর্কে বিস্তারিত জেনে...