বরিশালের আগৈলঝাড়ায় বিএনপির দুই নেতার স্মরণ সভায় চেয়ারপার্সনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, হাসপাতালে বসে টেলিভিশনে সেই দৃশ্য দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় তার জন্য কিছু দল কোন্দল শুরু করেছে। এই সরকার যদি নির্বাচনের ব্যালট পেপার জনগণকে দিতে চায়, সেই পথে যদি কোনো রাজনৈতিক দল বাধা দেয় তাহলে সেই রাজনৈতিক দলকে জনগণের সামনে উন্মোচিত করে ছাড়ব। এই অপকর্মে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র মসজিদকে যদি কেউ ব্যবহার করে, আমাদের বিশ্বাস ধর্মপ্রাণ মানুষ সেটাও বুঝতে পারবে।’ শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের বিএইচপি একাডেমি বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত মরহুম খোকন মোল্লা ও মিরাজ ফকিরের স্মরণ সভা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গ্রেফতার ও মিথ্যা মামলার শিকার নেতাকর্মীদের জনসমাবেশে সভাপতির...