পাকিস্তানি জনপ্রিয় নায়িকা হানিয়া আমির এখন ঢাকায় অবস্থান করছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি একটি আয়োজনে অংশ নেন।সেই আয়োজনে উপস্থাপক তার কাছে প্রশ্ন করেন, শাহরুখ খান নাকি শাকিব খান- কে তার পছন্দ। যা তিনি উত্তরে বলেন তা দর্শকদের আনন্দে ভাসিয়েছে। উপস্থাপক সৌমিক আহমেদের প্রশ্নে হানিয়া আমির বলেন, আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান। এর আগে হানিয়া আমির গিয়েছিলেন ঢাকার আহসান মঞ্জিলে। সেখানে তিনি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাইয়ের সঙ্গে একটি ভ্লগে অংশ নেন। পাশাপাশি চেখে দেখেন ফুচকা, ঝালমুড়ির মতো কিছু রাস্তার খাবার। এদিকে রোববার (২১ সেপ্টেম্বর) সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির। এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে। গ্ল্যামার আর প্রতিভার মিশেলে ক্যারিয়ারের একের পর এক সাফল্যে এখন...