কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাব নিয়ে প্রতিবেদন তৈরি করার পর চার বছরের কারাদণ্ডে দণ্ডিত এক চীনা সাংবাদিককে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আরও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, ৪২ বছর বয়সী ঝাং ঝানকে ‘বিবাদ উস্কে দেওয়া ও গোলযোগ সৃষ্টি’র অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই তিনি ২০২০ সালের ডিসেম্বরে কারাগারে গিয়েছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বাধীনতা সংগঠন আরএসএফ জানিয়েছে, তখন তিনি উহান শহর থেকে করোনাভাইরাসের প্রাথমিক বিস্তারের প্রত্যক্ষ বিবরণ পোস্ট করেছিলেন। রবিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি। রয়টার্স নিশ্চিত করতে পারেনি যে, এই সাংবাদিকের আইনি প্রতিনিধিত্ব ছিল কি না। এক বিবৃতিতে আরএসএফ-এর এশিয়া-প্যাসিফিক অ্যাডভোকেসি ম্যানেজার আলেক্সান্দ্রা বিয়েলাকোভস্কা বলেছেন, “তাকে বিশ্বব্যাপী একজন ‘তথ্যের নায়ক’ হিসেবে স্বীকৃতি দেওয়া উচিতভ বর্বর কারাগারের...