বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ৪ অক্টোবর। তার আগেই কাউন্সিলর মনোনয়নকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনীত হয়ে ফর্ম জমা দিয়েছেন সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকরা। তবে অ্যাডহক কমিটির বাইরে থেকে মনোনয়ন দেওয়ায় অনেক জেলার আবেদন বাতিল করে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাতিল করাতেই শেষ নয়, এরপর নিজে স্বাক্ষর করে চিঠি পাঠিয়েছেন অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়নের জন্য। আর এতেই শুরু হয়েছে বিতর্ক। কাউন্সিলর চেয়ে পাঠানো প্রথম চিঠিতে স্বাক্ষর করেছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। কিন্তু পরের চিঠিতে, যেখানে কাউন্সিলর পরিবর্তনের কথা বলা হয়েছে, সেখানে স্বাক্ষর করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গঠনতন্ত্র অনুযায়ী এটি প্রশ্নবিদ্ধ। জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের স্বাক্ষরে বিসিবিতে ৫৩টি...