যুক্তরাষ্ট্রে উচ্চ-দক্ষ বিদেশি কর্মীদের এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২১ লাখ টাকা) ফি নির্ধারণের আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করছেন ভারতীয়রা। কেননা যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার ৭১ শতাংশই ভারতীয়। আজ রোববার (২১ সেপ্টেম্বর) ভারতীয় রিপাবলিকান ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে এ বিষয়ে কথা বলেছেন দেশটির ব্যবসায়ী ও কলামিস্ট সুহেল শেঠ। সুহেল শেঠ তার বক্তব্যে ট্রাম্পকে ‘পাগল’ ও ‘মূর্খ’ বলে সম্বোধন করেছেন। তবে তিনি মনে করেন, ট্রাম্পের এমন সিদ্ধান্তে ভারত সাময়িক অসুবিধায় পড়লেও দীর্ঘমেয়াদে এটি ভালো ফল বয়ে আনবে। কেননা ভারত সরকারের এখন উচিত হবে আইটি সেক্টরে আরও মনোনিবেশ করা। অনেক বড় বড় প্রতিষ্ঠানই ভারতমুখী হবে বলেও মনে করেন তিনি। সুহেল শেঠ বলেন, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের আর তিন বছর চার মাস মেয়াদ আছে। তার মতো...