নিজস্ব প্রতিবেদক: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের দারুণ জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু করেছে বাংলাদেশ। সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ঝলমলে ফিফটিতে ভর করে পাওয়া এই জয়ে টাইগারদের ফাইনালে ওঠার সম্ভাবনা এখন আরও দৃঢ়। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ দলের এই পারফরম্যান্সে যেমন অভিনন্দন জানিয়েছেন, তেমনি দিয়েছেন গুরুত্বপূর্ণ এক পরামর্শও। ম্যাচ শেষে নিজের ফেসবুক পোস্টে মাশরাফি লেখেন:"আমাদের পাঁচ বোলার অবশ্যই খেলাতে হবে। যেটা আজ শ্রীলঙ্কা মিস করেছে।" তিনি মনে করেন, চার বোলারের পরিবর্তে পাঁচজন মূল বোলার খেলালে কেউ খরুচে হলে অধিনায়ককে বাড়তি চাপ নিতে হয় না। মাশরাফির এই মন্তব্যের সঙ্গেই একমত সাইফ হাসানও। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাইফ বলেন:"আমি মনে করি ৫ ফ্রন্টলাইন বোলার খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ব্যাটিং গভীরতাও বাড়াতে হবে। দুই...