ঢাকায় এসে যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন পাকিস্তানি জনপ্রিয় তারকা হানিয়া আমির। গত শনিবার রাতের এক ঝলমলে আয়োজনে ছিলেন তিনি সবার নজরের কেন্দ্র। তবে পুরো অনুষ্ঠান জমে ওঠে তখনই, যখন উপস্থাপক তাকে দিলেন এক চ্যালেঞ্জিং প্রশ্ন- শাহরুখ খান আর শাকিব খান- কাকে বেছে নেবেন তিনি? মুহূর্তেই দর্শক সারিতে নেমে আসে উত্তেজনা। সবাই অপেক্ষায় ছিলেন হানিয়ার উত্তর শোনার জন্য। আর উত্তরটা আসতেই যেন আনন্দে ফেটে পড়ল পুরো অডিটোরিয়াম। হানিয়া উচ্চারণ করলেন- ‘শাকিব খান।’ এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনাটির ভিডিও। নেটিজেনরা মজার ছলে নানা বিশ্লেষণ শুরু করেন। অনেকে বলেন, হানিয়া বাংলাদেশের দর্শকদের খুশি করতেই শাকিবের নাম বলেছেন। আবার কেউ কেউ মনে করেন, এটাই ছিল তার আন্তরিক পছন্দ। তবে হানিয়ার পরবর্তী মন্তব্য কিছুটা স্পষ্ট করে দেয় বিষয়টি। শাকিবের নাম বলার পর...