ঢাকা: ২১ সেপ্টেম্বর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে, ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় কুপারার নাওগাম সেক্টরে ভারত ও পাকিস্তানের সেনারা গোলাগুলিতে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই গোলাগুলিতে কেউ আহত বা নিহত হয়নি এবং তা মূলত খণ্ড-খণ্ড গুলি বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল।গোলাগুলি সন্ধ্যা ৬:১৫টার দিকে শুরু হয় এবং কিছুক্ষণ থেমে থেমে শেষ হয়। তবে ভারত এই গোলাগুলিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করছে না। একটি সূত্র জানিয়েছে, “নিয়ন্ত্রণরেখা বরাবর দুই পক্ষ থেকে ছোটখাট গোলাগুলি হয়েছে, যা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে না।” খবর ইন্ডিয়াটুড।বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রিত রয়েছে এবং দুই পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। এলাকায় সেনাদের নজরদারি অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এর আগে মে মাসে ভারতের ‘অপারেশন সিঁদুর’ পরিচালনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়, যা চার দিনের...