ভারতের বিহারে আবার শুরু হয়েছে গল্লি রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাকে অবমাননার অভিযোগ এনে কয়েক সপ্তাহ আগে রাকেশ সরকার ও কংগ্রেস জোটকে নিশানা করার পর এবার বিজেপি তেজস্বী যাদবের সভায় একই ধরনের স্লোগান উঠেছে বলে অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিহারের প্রধান বিরোধী দল আরজেডি অভিযোগটি খারিজ করেছে। তারা বলেছে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি আরজেডিকে বদনাম করার জন্য ভিডিও সম্পাদনা করেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে বিজেপির বিহার ইউনিট সামাজিক মাধ্যম এক্স-এ এক ভিডিও শেয়ার করে যেখানে তেজস্বী যাদবকে একটি সভায় বক্তৃতা দিতে দেখা যাচ্ছে। তেজস্বী যাদব বর্তমানে ‘বিহার অধিকার যাত্রা’ নামের প্রচারাভিযানে রয়েছেন। ভিডিওতে বিজেপি দাবি করেছে, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী ও তাঁর মাকে গালি দিচ্ছে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, তেজস্বী আবারও তাঁর সভায় মোদীজির...