সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি এ তথ্য জানান। এ বছর দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ২৮ সেপ্টেম্বর। উপদেষ্টা জানান, পূজাকে সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, পূজা যেহেতু ধর্মীয় অনুষ্ঠান, তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এবার এখন পর্যন্ত প্রতিমা ভাঙার সংখ্যা তুলনামূলকভাবে কম। যেখানে এমন ঘটনা ঘটেছে, সেখানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দোষীদের শনাক্ত করা হচ্ছে। এ সময় মাদক নিয়ন্ত্রণসহ অন্যান্য ইস্যুতেও কথা বলেন জাহাঙ্গীর আলম। তিনি জানান, দেশের বিভিন্ন রুট দিয়ে...