টানা কয়েক ম্যাচের ব্যর্থতা মুছে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেছেন তাওহীদ হৃদয়। প্রয়োজনের মুহূর্তে রানখরা কাটিয়ে ফিফটি পেয়েছেন ২৪ বর্ষী মিডলঅর্ডার ব্যাটার। সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচে জয়ের কারিগরদের একজন হৃদয় বলছেন, দেশের জন্য খেলি, সর্বোচ্চ দিয়ে লড়াই করতে প্রতিজ্ঞাবদ্ধ। সম্প্রতি ব্যাট হাতে হৃদয়ের সময় ভালো যাচ্ছিল না। হংকংয়ের বিপক্ষে কেবল কিছু রান পেয়েছিলেন, সেটাও বেশ ধীরগতির ছিল। লঙ্কানদের বিপক্ষে জ্বলে উঠেছেন। সেট ব্যাটার সাইফ হাসান আউট হওয়ার পর বাংলাদেশের জয় নিয়ে দুর্ভাবনা চেপে বসতে দেননি। ভালোভাবে উতরে নিয়েছেন হৃদয়। স্বভাবসুলভ ছন্দে ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় খেলেছেন ৫৮ রানের ইনিংস। পরে ফেসবুক পোস্টে হৃদয় লিখেছেন, ‘চেষ্টা সবসময়ই থাকে, তবে ভাগ্য এবং রিজিক হয়তো সবসময় একরকম থাকে না। বাংলাদেশের জন্য খেলি, নিজের সর্বোচ্চ এবং সর্বশেষটুকু দিয়ে হলেও মাঠে...