আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে ফিরিয়ে দিতে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই হুমকির একদিন আগেই তালেবান-নিয়ন্ত্রিত সরকার ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছে। রোববার ২১ সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে ফিরিয়ে না দিলে খুব খারাপ পরিণতির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এ দাবি তালেবান-নিয়ন্ত্রিত সরকার প্রত্যাখ্যান করার একদিন পর শনিবার এই হুমকি দেন তিনি। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প বলেন, আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি যারা তৈরি করেছিল, তাদের, অর্থাৎ আমেরিকাকে ফিরিয়ে না দেয়, তাহলে খারাপ কিছু ঘটতে চলেছে। বিমানঘাঁটিটির অবস্থান আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় ৬৪ কিলোমিটার (৪০ মাইল) দূরে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্ক এবং ওয়াশিংটনে আল-কায়েদার হামলার...