‘সংসার সুখের হয় রমণীর গুণে’—এ প্রবাদ প্রচলিত থাকলেও, জেনে রাখুন সংসারে সুখ ও শান্তি বজায় রাখতে স্বামী স্ত্রী দুজনের ভূমিকাই সমান গুরুত্বপূর্ণ। কেবল স্বামী সবসময় প্রশংসা ও সম্মান পাবে তা নয়, স্ত্রীকেও প্রশংসা করতে হবে, যথাযথ সম্মান দিতে হবে। সময়ের অভাবে এবং নানান ব্যস্ততায় স্ত্রীকে যারা প্রশংসা করেন না, তারা আজ মনভরে স্ত্রীর প্রশংসা করুন। কারণ আজ স্ত্রীকে প্রশংসা করার দিন। ভেবে দেখুন, বিষয়টি কিন্তু মন্দ নয়। এ বিশেষ দিনটিকে হেলা না করে কাজে লাগান। প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববার সারা বিশ্বে ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’ পালিত হয়। যুক্তরাষ্ট্রে প্রথম দিবসটি উদযাপিত হয় ২০০৬ সালে। তারপর থেকে এটি অনেক দেশে পালিত হয়ে আসছে। জানা যায় যে, স্ত্রীর প্রশংসা দিবসটি মূলত স্ত্রীদের সম্মান জানানোর জন্যই উদযাপন করা হয়। প্রশংসা আসে স্ত্রীর...