দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মণ্ডপে মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, পূজা কমিটির দায়িত্ব হচ্ছে পুরো বিষয়টি ভালোভাবে দেখা। আজ রোববার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৪তম সভা শেষে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ধর্মীয় উৎসবের পবিত্রতা রক্ষা করাও সবার দায়িত্ব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবার প্রতিমা ভাঙচুরের সংখ্যা বেশি না, দুই-একটা জায়গায় হয়েছে। এসব ঘটনার ভিডিও ফুটেজ দেখে অনেককে আটক করা হয়েছে ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’ জাহাঙ্গীর আলম বলেন, ‘মাদক অনেক বড় সমস্যা। মাদকের পরিবর্তে চাল, সার, ঔষধ বাংলাদেশ থেকে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চলে যায়। ইদানীং বরগুনা, পটুয়াখালি থেকেও যায়। নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিশেষভাবে নির্দেশনা...