
‘‘হি ইস সিরিয়াসলি সিরিয়াস ট্যালেন্টেড ক্রিকেটার।’’শ্রীলঙ্কান স্পিনার ওয়েল্লালাদেকে ইনসাইড শটে ছক্কা উড়ানোর পর বাংলাদেশি ব্যাটসম্যান সাইফ হাসানকে এভাবেই প্রশংসায় ভাসিয়েছিলেন ধারাভাসকার সাঞ্জায় মাঞ্জারেকার। সাইফের ওই শট হরহামেশা দেখা যায়। কিন্তু থুসারার লেগ স্ট্যাম্পে পায়ের উপরের বলে স্রেফ ফ্লিক করে যেই ছক্কা উড়িয়েছেন তা চোখ ধাঁধিয়ে দিয়েছিল। হাই ব্যাকলিফটে আলতো সুইং, পেছনের পায়ে পুরো ভারসাম্য। টাইমিং একশোতে একশ। সবমিলিয়ে পিকচার পারফেক্ট। তাইতো আকাশ চোপড়া বলতে বাধ্য হন, ‘‘এটাকেই বলে ট্যালেন্ট।’’ গত রাতে দুবাইয়ে সাইফ হাসানের ওই শট এখনও মুগ্ধ করে রেখেছে ক্রিকেট প্রেমিদের। সামনে ওই শটের চর্চাও হবে বেশ। টি-টুয়েনটি যুগে ভিন্ন কিছু করার চেষ্টা করেন ব্যাটসম্যানরা। তবে সাইফের শট যেকোনো বিশেষণ, জ্যামিতির পরিমাপকে হার মানাবে। শিল্পির আরাধ্য ক্যানভাসে রংধনুর আঁচড়। ৪৫ বলে ৬১ রানের ইনিংসে ডানহাতি ব্যাটসম্যান নিজের শেষ ৩...