ঢাকা: কাতারে ইসরায়েলি হামলার পর এবার তুরস্ককে লক্ষ্যবস্তু বানানোর ইঙ্গিত মিলেছে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, হামলার পরপরই ইসরায়েলপন্থি থিঙ্ক ট্যাংক ও বিশ্লেষকরা তুরস্কের প্রতি কঠোর ভাষায় মন্তব্য করছেন। ওয়াশিংটনের ডানপন্থি থিঙ্ক ট্যাংক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো মাইকেল রুবিন এক মন্তব্যে আঙ্কারাকে সতর্ক করে বলেন, ‘ন্যাটোর সদস্যপদকে ঢাল ভেবে নিশ্চিন্তে বসে থাকার সময় নেই তুরস্কের।’এদিকে, ইসরায়েলি শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক মেইর মাসরি সামাজিক মাধ্যমে এক পোস্টে লেখেন, "আজ কাতার, আগামীকাল তুরস্ক।" তার এই মন্তব্য ঘিরে বিতর্ক ছড়ায়। তীব্র প্রতিক্রিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা ইসরায়েলকে আক্রমণ করে বলেন, "জায়নবাদী ইসরায়েলের কুকুর… শিগগিরই তারা মানচিত্র থেকে মুছে গেলে বিশ্ব শান্তি পাবে।"দীর্ঘদিন ধরেই প্রো–ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো তুরস্ককে “সবচেয়ে বিপজ্জনক শত্রু” আখ্যা দিয়ে প্রচারণা চালিয়ে আসছে। পূর্ব ভূমধ্যসাগরে আঙ্কারার উপস্থিতিকে হুমকি আখ্যা...