বড় আসরে দীর্ঘদিন যাবত শোনা যাচ্ছিল না বাঘের গর্জন। প্রতিপক্ষ দলগুলোও বিভিন্ন সময় নিচু দেখাচ্ছিলো বাংলাদেশ দলকে। চলতি এশিয়া কাপের মাঝেও আফগানিস্তান কোচ কিছুটা বিদ্রুপের সুরে রসিকতা করেছিলেন টাইগারদের নিয়ে। তবে শ্রীলঙ্কাকে যেভাবে হারিয়েছে বাংলাদেশ, তাদের এখন ভিন্ন দৃষ্টিতে দেখবে বাকি দলগুলো— এমনটাই মনে করছেন ভারতীয় ধারাভাষ্যকার মুরালি কার্তিক। গতকাল এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার দেয়া ১৬৯ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করে টাইগাররা জয় তুলে নিয়েছে ৪ উইকেটের। কঠিন ম্যাচে যেভাবে দৃঢ় মানসিকতা নিয়ে খেলে জয়ের হাসি হেসেছে বাংলাদেশ, তা নজর কেড়েছে সকলের। খেলা শেষে ক্রিকবাজের এক অনুষ্ঠানে সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার মুরালি কার্তিকের কণ্ঠে শোনা যায় টাইগারদের প্রশংসা।’ তিনি উল্লেখ করেন সুপার ফোরের বাকি দুই দল ভারত ও পাকিস্তান ভিন্ন দৃষ্টিতে দেখবে বাংলাদেশকে, ‘ভারত সবসময়ই ভালো...