২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ পিএম ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে ছিনতাইকারী চক্রের হোতা মো: রব্বি ওরফে বেনসন রাব্বিকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ রোববার (২১ সেপ্টেম্বর) ভোররাতে শহরতলীর ফকিরকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার এস আই নয়ন কুমার সাহা জানান, গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকালে পার্থপ্রতিম কুন্ডু নামের এক শিক্ষার্থীকে চুরিকাঘাত করে ছিনতাইকারীরা। শনিবার রাতে সদর থানায় মামলা করেন ওই শিক্ষার্থী। পুলিশ সুপারের নির্দেশে রাতভর অভিযান চালিয়ে রবিবার ভোররাতে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আহমেদ আলী বিশ্বাস জানান, ছিনতাইয়ের...