রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীসহ আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– গাজীপুর কাজী আজিম উদ্দিন কলেজ ১নং যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর মহানগর ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক কামরুল ইসলাম শাকিল, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আল ইত্তেহাদ রোহান, ৪৬নং গেন্ডারিয়া আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক লাহুল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক তানভীর রেজওয়ান ভূঁইয়া, কুমিল্লার মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ইয়াসিন আহমেদ রবিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি...