এশিয়া ছাড়িয়ে এবার লাতিন আমেরিকার দেশ পেরুতেও হানা দিয়েছে জেন-জি ঝড়। সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে তরুণরা। দেশটির রাজধানী লিমায় স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) সরকারবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে ভয়ংকর সংঘর্ষে লিপ্ত হয়েছেন বিক্ষোভকারীরা। রোববার (২১ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী, পেরুতে বেড়ে চলা সামাজিক অস্থিরতা, সংগঠিত অপরাধ, সরকারি দুর্নীতি এবং সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভের মঞ্চায়ন হয়। গ্লাডিস নামের এক বিক্ষোভকারী বলেন, আজকের দিনে আগের তুলনায় গণতন্ত্র কমে গেছে। ভয় আর চাঁদাবাজির কারণে পরিস্থিতি খারাপ হচ্ছে। পুলিশি বাধার মধ্যেও পাঁচ শতাধিক তরুণ লিমার কেন্দ্রে জড়ো হয়েছিল শনিবার। সেলেন আমাসিফুয়েন নামে এক বিক্ষোভকারী বলেন, বর্তমান কংগ্রেসের কোনো গ্রহণযোগ্যতা নেই, তাদের প্রতি জনগণের কোনো বিশ্বাসও নেই। তারা দেশটাকে ধ্বংসের পথে...