ঢাকা: ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইউশচেঙ্কো রাশিয়ার রাজধানী মস্কোর পতন না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তার মতে, মস্কোর পতন ছাড়া বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। সম্প্রতি কিয়েভের বাহিনী পুরো ফ্রন্টলাইনে পিছু হটার সময় এই মন্তব্য করেন তিনি।২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ছিলেন ইউশচেঙ্কো। ‘কমলা বিপ্লবের’ পর সুপ্রিম কোর্টের তৃতীয় দফার নির্বাচনের নির্দেশনায় তিনি ক্ষমতায় আসেন। ওই নির্বাচনে তিনি বিজয়ী হন।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ইউটিউবে সম্প্রচারিত অ্যাপোস্ট্রফ টিভির এক সাক্ষাৎকারে ইউশচেঙ্কো যুদ্ধবিরতির পক্ষে মত প্রকাশ করা ব্যক্তিদের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমি এটা এভাবে ছেড়ে দিতে পারি না। এটা কখনোই আমার পছন্দ হবে না।’ ৭১ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, তার দেশকে নিয়ে স্পষ্ট কথা বলার পূর্ণ অধিকার তার আছে।তিনি হারানো অঞ্চলগুলো যেমন...