
নানা ধাঁচের গল্পে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে এবারে এসেছে বেশ কিছু সিরিজ ও সিনেমা। পরিচালক ভিকি জাহেদ অতিপ্রাকৃত কিছু ঘটনা ও প্রেমের জটিলতা নিয়ে বানিয়েছেন শর্টফিল্ম ‘অন্ধ বালক’। চরকিতে চলছে এই সিনেমাটি। হইচইয়ে এসেছে হরর-কমেডি ওয়েব সিরিজ ‘ভূততেরিকি’, যা বিভিন্ন সময়ের ভূতের গল্প ও হাসির ঘটনা নিয়ে তৈরি হয়েছে। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অব বলিউড’, যেখানে বলিউড ইন্ডাস্ট্রিতে এক তরুণের সংগ্রামের গল্প বলা হয়েছে। এছাড়া জনপ্রিয় ড্রামা সিরিজ ‘দ্য মর্নিং শো’র চতুর্থ সিজন দেখাচ্ছে অ্যাপল টিভি। চরকিতে চলছে ‘অন্ধ বালক’। অতিপ্রাকৃত কিছু ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, শিল্পী সরকার অপু, তৌসিফ মাহবুব, সাদিয়া আয়মানসহ অনেকে। পরিচালক ভিকি জাহেদ চিত্রনাট্যে দেখিয়েছেন অর্ক ও দিনা নামের দুই তরুণ তরুণী একে অপরকে...