রাজধানীর তুরাগ এলাকায় পারিবারিক কলহ ও দেনার চাপের জের ধরে স্ত্রী বিথী আক্তার ওরফে বিলকিসকে হত্যা করেছে স্বামী মো. বাবুল মিয়া। এ ঘটনায় বাবুল ও তার সহযোগী মো. সম্রাটকে গ্রেপ্তার করেছে তুরাগ পুলিশ। রবিবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের ডিসি মো. মুহিদুল ইসলাম এ তথ্য জানান। ডিসি মুহিদুল ইসলাম বলেন, “গত ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে বিথী আক্তার নিখোঁজ হন। তার মা মনোয়ারা বেগম ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ১৮ সেপ্টেম্বর সকালে তুরাগ থানাধীন রাজউকের ১৭ নম্বর সেক্টরের খেলার মাঠ সংলগ্ন কাশবন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। মা মরদেহের ছবি দেখে সেটিকে তার মেয়ে বলে শনাক্ত করেন। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।” পুলিশ সূত্রে জানা...