রঙের ভাষা আলাদা, প্রতিটি রঙের নিজের এক অভিনব প্রভাব থাকে। আর তার মধ্যে ক্রিমসন রেড যেন অন্যরকম আকর্ষণের গল্প শোনায়। সম্প্রতি জয়া আহসানের শেয়ার করা ছবিতে দেখা গেছে এক ভিন্ন দৃশ্য। ক্রিমসন রেড ড্রেসের সঙ্গে মানানসই সাজে ভক্তদের ঘুম কেড়েছেন এই নায়িকা। ছবি: জয়ার ফেসবুক থেকে ক্যাপশনে লিখেছেন, ‘ক্রিমসন অবসেশন’, সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমুজি। আলো আর ছায়ার খেলা, ট্রেন্ডি ইন্সটা ফিল্টারে জয়াকে দেখা যাচ্ছে একরাশ রাফলড নেট ও ক্রিমসন রেড ফেব্রিকের মাঝে, যেন শো গার্লের দুনিয়ায় এসে হারিয়ে গেছে। ওয়ান-শোল্ডার মনোক্রোম গাউন আর...