এশিয়া কাপের সুপার ফোরে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তাতে বাংলাদেশের সামনে এখন দারুণ সুযোগ ফাইনালে খেলার। এই ফাইনালে খেলাটা খুবই সম্ভব বলে বিশ্বাস করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলকে ঠিক পথে রাখতে কিছু পরামর্শও দিয়েছেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪ বিশেষজ্ঞ বোলার নিয়ে নেমেছিল বাংলাদেশ। সিদ্ধান্তটা যে ভালো কিছু আদৌ ছিল না, বিষয়টা পরিষ্কার হয়ে গেছে তখনই, যখন পঞ্চম বোলারের কোটা পূরণ করতে আসা শামীম হোসেন পাটোয়ারী ও সাইফ হোসেন ৪ ওভারে ৫৫ রান দিয়ে গিয়েছিলেন। তবে সুপার ফোরের শুরুতে শ্রীলঙ্কা ম্যাচে পাঁচ বোলার নিয়েই নেমেছিল বাংলাদেশ। তবে নাসুম আর শেখ মাহেদী দুজন মিলে শেষ দিকে রান দিয়েছেন দেদারসে। যার ফলে প্রশ্ন উঠছে তাদের কোটা পূরণের সামর্থ্য নিয়েও। তবে মাশরাফি এ নিয়ে জানালেন, পাঁচ...