স্যুয়ারেজ প্রকল্পের দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে- সরকারি অর্থ বরাদ্দ চাহিদার তুলনায় কম। চলতি অর্থ বছরে সরকার থেকে অর্থ বরাদ্দ মেলেছে মাত্র ৬২৬ কোটি টাকা। তাই প্রকল্পের কাজের গতি ধারাবাহিকতায় রক্ষায় আরো ৪০০ কোটি টাকা অর্থ বরাদ্দের সুপারিশ করেছে প্রকল্পের স্টিয়ারিং কমিটি। এটি এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। প্রকল্পের তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে- প্রকল্প এলাকা নগরীর আগ্রাবাদ মুহুরীপাড়া, রঙ্গিপাড়া, বেপারিপাড়া, পাঠানটুলী, গোসাইলডাঙ্গা, মাদারবাড়িসহ প্রভৃতি এলাকা একদিকে ঘনবসতি অন্যদিকে সরু রাস্তা। এ কারণে পাইপলাইন বসানোর কাজে যন্ত্রপাতি পরিবহন কঠিন হয়ে পড়েছে। এছাড়াও সরু রাস্তার কারণে পথচারীদের চলাচলের সুবিধা বিবেচনা করে পাইপলাইন বসানোর কাজ করতে হচ্ছে। এ কারণে পূর্ণ সক্ষমতা অনুযায়ী কাজ করা যাচ্ছে না। চতুর্থ চ্যালেঞ্জ হচ্ছে- হালিশহরে ট্রিটমেন্ট প্রকল্প এলাকায় সাগর সংলগ্ন বে-টার্মিনালের পাশে একটি চ্যানেল নির্মাণের সিদ্ধান্ত রয়েছে বন্দর...